top of page
NAKHARTA_PNG 01.png

শ্রী সিদ্ধার্থ চক্রবর্তীর কার্যনির্বাহী সম্পাদনায় 'নক্ষত্র' নামের হাতে লেখা পত্রিকাটি ব্যারাকপুর থেকে প্রকাশিত হতে শুরু করে বাংলা ১৩৯৫ সাল থেকে। প্রকাশিত হয়েছিল পুজো সংখ্যাও।

পত্রিকাটি আগাগোড়া হাতে লিখতেন প্রতুল চক্রবর্তী। সম্পাদক হিসেবে অবশ্য নাম লেখা হতো শ্রী ঋত্বিক চক্রবর্তীর, যাঁর বয়স তখন মাত্র দশ বছর।

পাড়ার ছেলে মেয়েদের সৃজনশীলতার আঁতুড়ঘর এমনি করেই মোবাইল ফোন তথা ইন্টারনেট পূর্ব পৃথিবীতে ছিল। আজ আমরা বাঙালিরা সংস্কৃতি চর্চার যে ধারা বহন করে নিয়ে চলেছি তা এই অগ্রপথিকদের বহু পরিশ্রমের বহু ভাবনার ফসল।

নতুন করে বৈদ্যুতিন মাধ্যমে ছড়িয়ে পড়ুক নক্ষত্রের আলো। ২০২১ এর শিশু কিশোর বাঙালি চিনুক তার সাংস্কৃতিক ইতিহাস আর সে সময়ের পাঠক হঠাৎই ফিরে পান হারানো সময়ের ম্যাজিক।

নক্ষত্রের জন্য নতুন প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী শ্রী আশিস ভট্টাচার্য।

bottom of page