শারদীয় জ্ঞান ও বিজ্ঞান - ১৪২৮
Various Authors
বঙ্গীয় বিজ্ঞান পরিষদ
ইবুক নির্মাণ - The Bookmakers
আচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ১৯৪৮ সাল থেকে সাধারণ মানুষের মধ্যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ও প্রসারের জন্য কাজ করে চলেছে। বহু মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানেও আছেন। সত্যেন্দ্রনাথের উৎসাহেই পরিষদ বাংলা ভাষাতে বিজ্ঞান পত্রিকা ও পুস্তক প্রকাশ শুরু করেছিল। বিজ্ঞান ও বিজ্ঞানের ইতিহাস বিষয়ক অনেক বই পরিষদ থেকে প্রকাশিত হয়েছে।পরিষদ তার সূচনা থেকেই জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা প্রকাশ শুরু করেছিল। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত এই ধরনের সমস্ত পত্রিকার মধ্যে জ্ঞান ও বিজ্ঞান প্রাচীনতম। বাংলাভাষার বিজ্ঞানলেখকদের মধ্যে অনেকেই এই পত্রিকাতে লিখেছেন। ২০২১ সালের শারদীয় জ্ঞান ও বিজ্ঞান সংখ্যাটি বিজ্ঞানপ্রযুক্তি থেকে শুরু করে বিজ্ঞান সাহিত্য, বিজ্ঞানের ইতিহাস, পরিবেশ ইত্যাদি বিষয়ে পঞ্চাশটি প্রবন্ধে সেজে উঠেছে।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability